ভারতের স্বাধীনতা আন্দোলনে মাতৃশক্তি মাতঙ্গিনী হাজরা
১৯৪২ সালের ৮ ই আগষ্ট, ভারতীয় জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনে মহাত্মা গান্ধী ভারতছাড়ো আন্দোলনের ডাক দেন। উদ্দেশ্য ছিল ইংরেজকে ভারত থেকে সরিয়ে দেওয়া। শ্লোগান ছিল, ‘ইংরেজ, ভারতকো ছোড়ো’ আর ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’। Do or die. আসমুদ্র হিমাচলের সমস্ত ভারতবাসী প্রায় দু’শ বছরের পরাধীনতার ক্ষোভে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে স্বাধীনতাRead More →