সুদূর জার্মানির মিউনিখ শহরে আক্রান্ত হয়েছেন ভারতীয় দম্পতি। তাঁদের এই প্রতিকূল অবস্থায় পাশে দাঁড়াল ভারতের বিদেশমন্ত্রক। আক্রান্ত ওই দম্পতি প্রবাসী ভারতীয়। উলটো ঘড়ির শহরে মিউনিখে তাঁরা বাস করেন। ওই শহরেই তাঁদের উপরে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। আক্রান্ত ওই দম্পতি হলেন প্রশান্ত বাসারুর এবং স্মিতা বাসারুর। দুষ্কৃতী হামলায়Read More →