পূর্ব লাদাখে টি ৯০ ও টি ৭২ ট্যাঙ্ক মোতায়েন করল ভারতীয় সেনাবাহিনী
পূর্ব লাদাখে চিনাআগ্রাসন রুখতে তৎপর ভারতীয়সেনাবাহিনী। কোরকমান্ডার পর্যায়ে একাধিক বৈঠক হওয়াসত্বেও চিন যে নিজেরঅভ্যাস থেকে পিছু হটবেনা সেটা ধরে নিয়েইকার্যত যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ভারত। পূর্বলাদাখের এলএসি লাগোয়া এলাকাগুলিতেবিপুল পরিমাণ সেনা সমাবেশকরিয়েছে ভারত। এমনকিপ্যাংগং ঝিলের দুই পারেরগুরুত্বপূর্ণ শৃঙ্গগুলিকে নিজেদের দখলে নিয়েছে ভারতীয়সেনাবাহিনী। চিনেরযে কোনো আগ্রাসনের বিরুদ্ধেরুখে দাঁড়াতে অত্যাধুনিকটি৯০, টি৭২ ট্যাঙ্ক মোতায়েনকরেছে ভারতীয় সেনাবাহিনী। এছাড়াও বি এম পি২ ইনফ্যান্ট্রি কম্বাট ভেহিকেল যাকিনা মাইনাস ৪০ ডিগ্রীসেলসিয়াসেও সমান ভাবে দক্ষতা মোতায়েন করেছে। পূর্বলাদাখের চুমার – ডেমচক এলাকায় এইঅত্যাধুনিক সমরাস্ত্র মোতায়েন করেছে ভারত।এই প্রসঙ্গে ১৪ নম্বর কোরেরমেজর জেনারেল অরবিন্দ কাপুর জানিয়েছেন, এতকঠিন, প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে ভারততথা বিশ্বে ফায়ার এন্ডফিউরি হচ্ছে সম্ভবত একমাত্রমেকানাইজড ডিভিশন যা কিনামোতায়েন করা হয়েছে।এমন পরিস্থিতিতে এই সকল কমব্যাটভেহিকল, ট্যাংককে রক্ষণাবেক্ষণ করাটা খুব কঠিন। শীতকালেরকঠিন পরিস্থিতির কথা মাথায় রেখেইএই প্রস্তুতি যেতারা নিয়েছে তা স্পষ্ট করেদিয়েছেন অরবিন্দ কাপুর। অতিরিক্তশীতে সেনাবাহিনীদের জন্য যে পর্যাপ্তপরিমাণ খাদ্যদ্রব্য মজুদ করা হয়েছেআউটপোস্টগুলিতে তাও স্পষ্ট করেদিয়েছেন তিনি। অতিরিক্তশীতে ট্যাঙ্কগুলির জ্বালানির অভাব যাতে নাহয় তার জন্য তিনধরনের জ্বালানির ব্যবস্থা করা হয়েছে।Read More →