বেনিফিট ইকোনমি। শুনতে খুবই ভাল, মিষ্টি, দুরন্ত, মহান আইডিয়া। এর মূল কথা হল, সরকার কম ট্যাক্স নেবে, পারলে নেবেই না, স্বাস্থ্য শিক্ষা পরিবহন যোগাযোগ ব্যবস্থা এসব বিনাপয়সায় দেবে জনগণকে। আরো এটা সেটা, জ্বালানি, বিদ্যুৎ এসব খাতেও ভর্তুকি, ভাতা এসব দিতে হবে। তবেই না দেশের উপকার হবে? যে কেউ শুনে বলবেRead More →