তিনভাগের দু’ভাগই তো চলে গেছে। পড়ে আছে শুধু এইটুকু, একফালি। তাতে কোনও মতে ঘাড় গুঁজে, বেঁচে বর্তে থাকা। পায়ের তলায় এক খণ্ড মাটি, সেটুকু গেলেই বিশাল সমুদ্র। তাতে তো শুধু নোনা জল, চোখের জলের মত। মাটি কই? সেই মাটি যা আমাদের পূর্বনারীদের ছিল। সন্ধে হলে তুলসীতলায় প্রদীপ জ্বলত সেখানে। হাটRead More →