“বুড়ুলের চক্রবর্তী পরিবারের সেই বাড়ি এখনো আছে। কিন্তু টালির ছাউনি দেওয়া যে মাটির ঘরটায় অনুরূপ থাকতেন, সেটার অস্তিত্ব আর নেই—লীন হয়ে গেছে কালের গর্ভে। ১৯৯৭-এর জুন মাসে ঠিক ঐ স্থানে স্থাপন করা হয়েছে একটা স্মৃতিফলক। তাতে লেখা আছে, বিপ্লবী বীর অনুরূপচন্দ্র সেনের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে। প্রয়াণ—৩.৪.১৯২৮ ক্ষণিক উদয় হয়ে জ্যোতিRead More →