মাও-সে-তুং বলেছিলেন যে,”বিপ্লব রাতের ভোজসভা নয়”! অথচ বছরের পর বছর ধরে ভারতীয় মাওপন্থী কমিউনিস্টরা সাধারণ মানুষদের সকল রকমের প্রলোভন দেখিয়ে রাষ্ট্রবিরোধী করে চলেছে।শুধু সাধারণ মানুষই নয়,সমাজের চাটুকার-বুদ্ধিজীবী সেই রঙিন মাদকতায় মত্ত।যাঁদেরকে “শহুরে মাওবাদী” বা “শহুরে নকসাল”-ও বলা হয়।নকসাল ও মাওবাদীদের সহজ শিকার হল অরণ্যবাসী মানুষরা। স্বাধীনতার এত বছর পরে পৌঁছেওRead More →