কর্নাটকের পুলিশ তাঁদের ঢুকতে দেয়নি। তাই অ্যাম্বুলেন্সেই প্রসব হল এক বিহারী প্রসূতির। তাঁরা ম্যাঙ্গালুরুর হাসপাতালে যাচ্ছিলেন। তাঁর ডাক্তার থাকেন ম্যাঙ্গালুরুতে। লকডাউনের জন্য রাজ্যের সীমান্ত বন্ধ। তালাপাডিতে পুলিশ তাঁদের বলে, গাড়ি, এমনকী কেরল থেকে আসা অ্যাম্বুলেন্সকেও তারা ঢুকতে দেবে না। গাড়ি ঘুরিয়ে কাসারগোড় হাসাপাতালে নিয়ে যাওয়ার আগেই অ্যাম্বুলেন্সেই প্রসববেদনা ওঠে। মাRead More →