ঠিক দু’দিন আগে হয়ে গেল আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। আশার কথা, পশ্চিমবঙ্গে বাঘের সংখ্যা বেড়েছে। কিন্তু বাঘমার্কা প্রতীকের সেই সিএসটিসি-র বাস চলে গিয়েছে বিস্মৃতির আড়ালে। আজ সেই অধুনালুপ্ত সিএসটিসি-র প্রতিষ্ঠাদিবস। আগে ঘটা করে সংস্থার তরফে পালন করা হত দিবসটি। এখন সে সব ইতিহাস। কলকাতার মানুষদের যাতায়তের ব্যবস্থা করতে স্বাধীনতার পর বিধানচন্দ্রRead More →