একটি ছেলে, এমএ পাশের রেজাল্ট সবে হাতে এসেছে। বেনারসে তার বাড়ির বাইরে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বসে আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখার্জী। নিজে কলকাতা থেকে ছুটে এসেছেন, তাঁকে বোঝাতে। ‘তুমি বাঙালি, কলকাতায় চল, অবিলম্বে অধ্যাপক পদে জয়েন কর’। লখনউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও একজন বাঙালি, ডঃ জ্ঞানেন্দ্র নাথ চক্রবর্তী, তিনিRead More →