দেবী জ্ঞান সরস্বতীর আরাধনা হয়ে আসছে যুগ যুগ ধরে। দেবী জ্ঞান সরস্বতী বিরাজ করছেন, তেলেঙ্গানায়। সেখানে দেবীর একটি মন্দির রয়েছে। মন্দিরের চারিপাশ অরণ্যে ঘেরা। শ্বেতশুভ্র মন্দিরের গর্ভগৃহে দেবী সরস্বতী বিরাজ করছেন। এখানে দেবী শ্বেতবর্ণা নন। তার গাত্রবর্ণ হরিদ্রাভ। কারণ, দেবীর অঙ্গে দেওয়া হয় হলুদের প্রলেপ। ওখানকার ভক্তরা বিশ্বাস করেন, হলুদRead More →