আবার ট্রেন বিভ্রাট। আবার পাওয়ার ব্লকের জেরে বাতিল একাধিক ট্রেন। বর্ধমান হাওড়া রুটে রবিবার বেশ কিছু ট্রেনের সময়ও বদলেছে। সকালে কিছু ট্রেন দেরিতে চলেছে। বিরক্ত যাত্রীরা। রেলযাত্রী নিমাই রজক জানান, ‘রাস্তায় বেরিয়ে ভোগান্তিতে পড়েছি। খুবই অসুবিধা হচ্ছে। পরের ট্রেন মিস করেছি আগেরটা লেট করায়। এবারে হাওড়া যেতে দেরি হবে।’ সিগন্যালRead More →