বাতাসের গুণগত মান কমেই চলেছে রাজধানীর, বিষধোঁয়ায় ছেয়ে দিল্লির শহরগুলি হালকা থেকে মাঝারি বর্ষণের ফলে দূষণের মাত্রা কমলেও দীপাবলির পর আবার বিষধোঁয়ায় ঢেকে গিয়েছে রাজধানী দিল্লি।
2023-11-16
বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স)-এর মান ৪০০-এর ঘরের আশপাশে পৌঁছে গিয়েছে আবার। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আনন্দ বিহার এলাকায় বাতাসের গুণগত মান ৪১২, দ্বারকা সেক্টর-৮ এলাকায় ৪১৫, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাতাসের ৪০০ রয়েছে। দূষণ কমাতে দিল্লির দমকল বিভাগের তরফে রাস্তায়Read More →