দুর্গাপুজো এলে মন ছোটোবেলামুখী হয়। প্রতিবছর পুজো সঙ্গে করে নিয়ে আসে ছোটোবেলার স্মৃতি। মন কেমন করা আঁজলা ভরা একরাশ শিউলির গন্ধের মতো— পুজো মানেই ছোটোবেলা। ছাতিম ফুলের গন্ধমাখা সন্ধ্যের ভেজা বাতাসে যখন একটু হিমেল ছোঁয়া, তখন কলকাতার ঝলমলে দুর্গাপ্রতিমার ভিড়ের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতেও মনের মধ্যে পদ্মপাতায় বারিবিন্দুর মত টলটলRead More →