1894 সালের মার্চ মাসের তৃতীয় দিন। স্বামী বিবেকানন্দ তাঁর মাদ্রাজী বন্ধু কিডিকে লিখছেন :তোমাকে পূর্বেই লিখেছি ও বলেছি, আমার স্থির বিশ্বাস-মাদ্রাজীদের দ্বারাই ভারতের উদ্ধার হবে।তাই বলছি, হে মাদ্রাজী যুবকবৃন্দ,তোমাদের মধ্যে গোটাকতক লোক এই নূতন ভগবান রামকৃষ্ণকে কেন্দ্র করে এই নূতনভাবে একবার মেতে উঠতে পারো কি ? …(পত্রাবলী, স্বামী বিবেকানন্দ, উদ্বোধনRead More →