সকালে কল্যাণ বললেন, এবার বাউন্ডারি হাঁকাব। বিকালে কবীরশঙ্কর বললেন, উনি বোল্ড আউট হবেন। শ্রীরামপুরে সকালে দোল খেলার ফাঁকে জনসংযোগে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনবার জিতে হ্যাটট্রিক করেছেন, এবার তিনি বাউন্ডারি হাঁকাবেন। অর্থাৎ তিনি চতুর্থবার শ্রীরামপুর থেকে সাংসদ নির্বাচিত হবেন। বিরোধীরা কোনও ফ্যাক্টর হবে না। আর বিকালে মাহেশ জগন্নাথ মন্দিরে পুজোRead More →