ফের ‘ফেস-অফ’ ভারত-চিন সেনার, এবার বেজিংয়ের নজর অরুণাচলে
2021-10-08
ফের সংঘর্ষে জড়াল ভারত ও চিনা সেনা। জানা গিয়েছে, গত সপ্তাহে অরুণাচল সেক্টরে এই ফেস-অফ হয়। সংবাদ সংস্থা এএনআইকে এই বিষয়ে জানান প্রতিরক্ষা ক্ষেত্রের একটি সূত্র। উল্লেখ্য, অরুণাচলের সীমান্ত নিয়ে চিন এবং ভারতের মধ্যে বিবাদ রয়েছে। জানা গিয়েছে, এই ফেস-অফ বেশ কয়েক ঘণ্টা চলে। পরে প্রোটোকল অনুযায়ী এই বিবাদ মেটানোRead More →