ফের জেলায় হাতির হানায় মৃত্যু। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির নাপোতে। মৃত ব্যক্তির নাম বাদল দত্ত। বাড়ি কুসুমপুরে। পেশায় কেশিয়াড়ি হাইস্কুলের শিক্ষক। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বেলদা রেঞ্জের তেলে পুষ্করিনীর জঙ্গলে ৬০টি হাতির একটি পাল প্রবেশ করে। খবর ছড়িয়ে পড়তেই পাশাপাশি এলাকার বাসিন্দারা ভিড় জমান হাতিRead More →