গত কয়েকদিনের লুকোচুরি শেষ, পুলিশের জালে ধরা পড়ল বল্লবগড়ে তরুণী-খুনের ঘটনায় তৃতীয় অভিযুক্ত। বৃহস্পতিবার ফরিদাবাদ পুলিশ জানিয়েছে,বল্লবগড়ে ২১ বছর বয়সী তরুণী খুনের ঘটনায় তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আজরু। মূল অভিযুক্ত তৌসিফকে দেশীয় পিস্তল তুলে দিয়েছিল আজরুই। নূহ জেলা থেকে গ্রেফতার করা হয়েছে আজরুকে।কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলেন ২১Read More →