রথযাত্রার সময়েই ঘটল সেই বহু প্রতীক্ষিত ব্যাপারটি। খোলা হল পুরীর জগন্নাথমন্দিরের রত্নভাণ্ডার। তিরুপতির বালাজি মন্দির বা দক্ষিণ ভারতের অন্যান্য মন্দিরগুলিতে রাশি-রাশি ধনসম্পত্তি আছে। কিন্তু বারবারই শোনা গিয়েছে, পুরীর মন্দিরের রত্নভাণ্ডার নাকি সব ভাণ্ডারকেই ছাপিয়ে যাবে! তিরুপতির বালাজি মন্দিরও হার মানবে জগন্নাথদেবের সম্পত্তির কাছে। 1/6 কেন এখনই? সে না হয় হল।Read More →