আবার বিঘ্নিত মেট্রো পরিষেবা। প্রতি স্টেশনে প্রায় ১০ মিনিট ধরে থমকে রইল দক্ষিণেশ্বরগামী সব মেট্রো। রাত ১০টা নাগাদ সিগন্যাল ঠিক হলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নোয়াপাড়ায় সিগন্যালের সমস্যা ছিল। আপের দিকে মেমো (কাগুজে সিগন‍্যাল) দিয়ে দমদম থেকে ছাড়া হচ্ছিল দক্ষিণেশ্বরগামী মেট্রো। মেট্রো দেরি করে চলায় বিপাকেRead More →