প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তুলতে অঙ্গীকারবদ্ধ কেন্দ্রীয় সরকার।সেই লক্ষ্যে রবিবার একাধিক বড় ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। নতুন ঘোষণাগুলির মধ্যে রয়েছে আগামী ছয় থেকে সাত বছরের জন্য দেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংস্থাগুলিকে চার লক্ষ কোটি টাকার অর্ডার দেওয়ার কথা বলা হয়েছে। ১০১ টি প্রতিরক্ষা সংক্রান্ত পণ্য বিদেশ থেকে আমদানি করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে। এর মধ্যে সামান্য সরঞ্জাম থেকে শুরু করে উচ্চ প্রযুক্তি সম্পন্ন আগ্নেয়াস্ত্র রয়েছে।এই পণ্যগুলিকে এবার থেকে দেশের মধ্যেই তৈরি করা হবে।  উল্লেখ করা যেতে পারে, শনিবার থেকে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল যে রবিবার গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।  সেই অনুযায়ী একাধিক টুইটের মাধ্যমে রাজনাথ সিং গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণা করেন।দেশের প্রতিরক্ষার ক্ষেত্রকে স্বদেশীকরণ করার লক্ষ্যে ১০১ প্রতিরক্ষা সংক্রান্ত পণ্যের সূচি তৈরি করা হয়েছে। যার মধ্যে সামান্য যন্ত্রাংশ থেকে শুরু করে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রণালী রয়েছে। এই পণ্যগুলি আগামী দিনে আর বিদেশ থেকে আনানো যাবে না। এখন থেকে এগুলি দেশেই তৈরি হবে।এই পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।প্রতিরক্ষা ক্ষেত্রে এটি যে একটি বড় পদক্ষেপ হতে চলেছে তা মনে করেন রাজনাথ সিং। দেশের মধ্যে থাকা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংস্থাগুলি এর ফলে নিজেদের পণ্য বিকশিত করতে পারবে।নিজেদের তৈরি নকশা দিয়েই তারা এগিয়ে যেতে পারবে।প্রধানমন্ত্রীর আহ্বান করা পথে হেটে এই পদক্ষেপ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। Read More →