”পোষাকবিধি লঙ্ঘন কখনও সাংবিধানিক অধিকার হতে পারে না”— ডঃ রঞ্জন বন্দ্যোপাধ্যায়, জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘর রাজ্য কার্য নির্বাহী কমিটির প্রাক্তন সদস্য
তিন দশক যাবত চলে আসা একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব নিয়মে নিজস্ব পোষাকবিধি লঙ্ঘন করা কখনও সাংবিধানিক অধিকার হতে পারে না। কোনও ব্যক্তি তাঁর ধর্মীয় অধিকার অনুযায়ী গোঁফহীন দাড়ি রাখতেই পারেন। ভারতীয় সংবিধান তাঁকে সেই অধিকার দিয়েছে। কিন্তু সামরিক বাহিনীর প্রশিক্ষণের সময় বাহিনীর নিয়মানুযায়ী তাকে রোজ দাড়ি কামাতেই হবে।সংবিধান শুধুমাত্রRead More →