প্রাণ বাঁচিয়ে দেশে ফিরতে মরিয়া শ্রীলঙ্কার ভারতীয় পর্যটকরা
2019-04-21
সকাল থেকেই আতংকের প্রহর কাটছে৷ এই বুঝি এরেকটা বিস্ফোরণ হয়৷ শ্রীলঙ্কায় থাকা ভারতীয়রা কোনও রকমে এখন দেশে ফিরতে চাইছেন৷ শুধু সেখানে বসবাসকারী ভারতীয়রাই নন, পর্যটকরাও উদ্বিগ্ন তাঁদের দেশে ফেরা নিয়ে৷ কলম্বো থেকে সন্ধেবেলার ফ্লাইট ছিল দেশে ফেরার৷ সে পরিকল্পনা এখন বিশ বাঁও জলে পর্যটকদের৷ এখন একটাই চিন্তা প্রাণ বাঁচিয়ে দেশেRead More →