পুণেতে খরস্রোতা নদীর উপর ভেঙে পড়ল সেতু! নিহত অন্তত ৪
2025-06-16
মহারাষ্ট্রের পুণের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর ভেঙে পড়ল একটি সেতু! রবিবার দুপুরে ওই দুর্ঘটনার সময় সেতু থেকে প্রায় ২০ জন নদীতে পড়ে যান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস জানান, এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ৩২ জন, তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। পুণের পিম্পরি-চিঞ্চওয়াড় থানা এলাকার কুন্দমালাRead More →