পাক সেনাপ্রধান আসিম মুনিরকে বিরল মর্যাদা শাহবাজ মন্ত্রিসভার, দেওয়া হল ফিল্ড মার্শাল পদ
2025-05-21
পাক সেনার ইতিহাসে ঠাঁই করে নিলেন জেনারেল আসিম মুনির। তাঁকে ফিল্ড মার্শাল পদে উত্তরণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মন্ত্রিসভা। মঙ্গলবার থেকেই তা কার্যকর হয়েছে। প্রয়াত প্রাক্তন সেনাশাসক আয়ুব খানের পর পাক সেনার দ্বিতীয় অফিসার হিসাবে মুনির ‘পাঁচ তারা জেনারেল’ পদ পেলেন। ২২ এপ্রিলের পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে ৬ মেRead More →