পাক এয়ারস্ট্রাইকে ৫ শিশুসহ মৃত ৩০ আফগান! ‘যুদ্ধ হলে…’, চরম হুঁশিয়ারি তালিবানের
2022-04-17
আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তান বায়ুসেনার অভিযানে মৃত্যু হল ৩০ জনের। মৃতদের মধ্যে অন্তত পাঁচ শিশু রয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে এই অভিযান হয় বলে জানা গিয়েছে। আর এরপরই তালিবানের তরফে পাকিস্তানকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অন্তত ২৬টি পাকিস্তানি বিমান খোস্ত প্রদেশের স্পুরা জেলার মিরপার, মান্দেহ, শাইদি এবং কাই গ্রামে অভিযানRead More →

