দোকানে কসাই-কালীমূর্তি দেখে শ্রীরামকৃষ্ণ মাংস কিনতে বলেছেন। এমন ঝটকা মাংসের চাহিদা আজও প্রবল, কিন্তু ব্যবসায়ী নেই।কল্যাণ গৌতম। শ্রীরামকৃষ্ণ তখন কর্কট রোগাক্রান্ত; কাশীপুর বাগান-বাড়িতে অবস্থান করছেন। পার্ষদ কালীপ্রসাদ চন্দ (কালী মহারাজ, পরবর্তীকালে স্বামী অভেদানন্দ, বিদেশে শ্রীরামকৃষ্ণ-ভাবপ্রচারক ও শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা) ঠাকুরের সেবক হিসাবে সেখানে রয়েছেন; রয়েছেন স্বামী বিবেকানন্দ সহ অন্যান্যRead More →