সোনম রঘুবংশীকে সোমবার গ্রেফতারির পরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তিনি অন্তঃসত্ত্বা কি না, সেই পরীক্ষাও করানো হয়েছে। তার রিপোর্টে লেখা হয়েছে, ‘অমীমাংসিত’ (ইনকনক্লুসিভ)। তার পরেই তৈরি হয়েছে ধন্দ। প্রশ্ন উঠছে, তিনি কি অন্তঃসত্ত্বা? এক সপ্তাহ পরে চিকিৎসকেরা সোনমের আল্ট্রাসাউন্ড পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। সোমবার উত্তরপ্রদেশের গাজ়িপুরের এক ধাবা থেকেRead More →