সাইবার অপরাধের জন্ম কবে? প্রশ্নটি সহজ আর উত্তরও জানা— যে দিন থেকে হাতে হাতে মোবাইল এসেছে। সময় যত এগিয়েছে, তত মোবাইল ফোনের প্রযুক্তিগত উন্নতি হয়েছে। তেমনই ‘উন্নতি’ ঘটেছে সাইবার অপরাধের। সেই অপরাধ আরও ডালপালা মেলেছে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়েছে ডিজিটাল ফাঁদ। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রতারকদের কাজRead More →