প্রবন্ধ: “পহেলা” নয়, পয়লা বৈশাখ – শশাঙ্ক প্রবর্তিত বঙ্গাব্দকে কলুষিত হতে দেবেন না
ঢাকায় গত বেশ কয়েক বৎসর ধরে শুরু হওয়া প্রতি ১৪ই এপ্রিল পহেলা বৈশাখের মঙ্গল যাত্রার রেশ পশ্চিমবঙ্গেও পৌঁছে গেছে। এই যাত্রায় হরেক রকমের মুখোশ, প্ল্যাকার্ড ইত্যাদি নিয়ে, কেউ রংচং মেখে শোভাযাত্রা হয় ঢাকার রাজপথে। রাজপথে দেওয়া হয় আল্পনা। ব্যাপারটি ছড়িয়ে গেছে এখন বাংলাদেশের ছোটবড় অন্যান্য শহরেও। এমনিতে ভালোই, ইসলামী বাংলাদেশেRead More →