ফেরিওয়ালার ছেলে আইআইটি খড়্গপুরে, পড়ার খরচ সামলানোই এখন বড় চিন্তা
2022-11-04
মালা-চুড়ি-ফিতের মতো রকমারি জিনিসপত্র গ্রামেগঞ্জে ফেরি করে সংসার টানেন বাবা। কষ্টেসৃষ্টে সংসার টানলেও ছোট ছেলের পড়ার খরচ জোগাড় হবে কী করে? ইদানীং সে ভাবনাতেই নাভিশ্বাস উঠছে বাঁকুড়ার কর্মকার পরিবারের কর্তার। ছেলে যে আইআইটি খড়্গপুরে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে। খরচ তো বড় কম নয়! সাতসকালেই বাড়ি থেকে মোপেডে চড়ে বেড়িয়ে পড়েনRead More →