পঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজি মহম্মদ মোস্তাফা এবং সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজ়িয়া সুলতানের পুত্র আকিল আখতারের খুনের মামলায় নতুন রহস্য যোগ করল একটি ডায়েরি। পরিবারের সদস্যদের নামে নানা অভিযোগ করে সমাজমাধ্যমে লেখালেখি করতেন আকিল। একটি পোস্টে তিনি লিখেছিলেন, তাঁকে বিষক্রিয়া করে মারা হতে পারে। ওই পোস্টের সঙ্গে ডায়েরির পৃষ্ঠার ছবিRead More →