রবিবার সাড়ে ৫ ঘণ্টার মধ্যে বদলে গেল ছবিটা। সকালে চার্চে চার্চে তখন ইস্টারের প্রার্থনা করতে গিজগিজ করছেন মানুষ। রয়েছেন বিদেশি পর্যটকও। হঠাৎ করেই জোরালো বিস্ফোরণ। একটা নয়, সাড়ে ৫ ঘণ্টায় মোট ৮টা। আর এই বিস্ফোরণেই চেহারা বদলে গিয়েছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর। জারি হয়েছে কারফিউ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ২০৭Read More →