নেই ‘রেডিয়ো কলার’, ভরসা পায়ের ছাপ ও বিষ্ঠা! জ়িনতের উল্টো পথে কি এগোচ্ছে এই বাঘ
2025-01-14
পুরুলিয়ার বান্দোয়ানের দিক থেকে বেলপাহাড়ির জঙ্গলে আসা বাঘটি কি জ়িনতের উল্টো দিকে এগোচ্ছে! ওড়িশার সিমলিপালের বাঘিনি জ়িনতের গলায় ছিল ‘রেডিয়ো কলার’। যদিও বেলপাহাড়ির জঙ্গলে ঘুরে বেড়ানো বাঘের গলায় তা নেই।তাকে খুঁজতে ভরসা, পায়ের ছাপ আর জঙ্গলে পাওয়া বিষ্ঠা। বনকর্মীদের একাংশের অনুমান, গত মাসে যে পথে ঝাড়খণ্ড থেকে জ়িনত বেলপাহাড়ির জঙ্গলRead More →