গলা জড়াজড়ি করে ভূমিষ্ঠ হয়েছিল দুজনে। এক নাক, একই রকম মুখ। চোখের পাতাটাও। আলাদা করার কোনও উপায়ই নেই। একজনকে কোলে নিতে চাইলে অন্যজনও চলে আসছে। হৃদয়ও (Heart) যে একটাই। এ যেন ‘দো জিসম এক জান’। হিন্দি সিনেমার সংলাপ। এই ধরনের বিশেষ শিশুকে বলা হয় থোরাকোফেগাস। তবে এক্ষেত্রে তা আরও বিরলতম।Read More →