পশ্চিমবঙ্গের ৫টি জেলা— দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, কলকাতা ও পশ্চিম বর্ধমানের ৩৬টি বিধানসভায় সপ্তম দফার নির্বাচন আগামী ২৬শে এপ্রিল। দক্ষিণ দিনাজপুরের ৬’টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কুশমণ্ডি ও হরিরামপুরে টিএমসি-বিজেপি লড়াই হবে জবরদস্ত, কিন্তু দু’টি আসনেই এগিয়ে আছে তৃণমূল। তবে তপশীলি জাতিভুক্ত মানুষের জন্য নির্ধারিত বিধানসভা হিসেবে কুশমণ্ডির মানুষ যদি SC সম্প্রদায়ের উন্নয়নকল্পে বিজেপির বিশেষ প্রকল্পগুলির সুবিধাকে হৃদয়ঙ্গম করতে পারে, তবে কুশমণ্ডিতেও উঠতে পারে গেরুয়া ঝড়। কুমারগঞ্জেও জিততে চলেছে তৃণমূল আর বালুরঘাট, তপন (ST বিধানসভা) ও গঙ্গারামপুরে (SC বিধানসভা) জিতবে বিজেপি। দক্ষিণ দিনাজপুরের সবক’টি বিধানসভা সীমান্তবর্তী। সীমান্তRead More →