নির্বাচনের আগেই ভবানীপুরের জমা জল নামাল পুরসভা
2021-09-30
আজ ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। হাইপ্রোফাইল এই কেন্দ্রে টানটান উত্তেজনায় ফুটছে দুই যুযুধান শিবির। তা হবে নাই বা কেন। তৃণমূলের তরফে যেখানে প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলাই বাহুল্য সেখানে স্পট লাইটের আলো ঠিকড়ে পড়বেই। অন্য দিকে, তাঁর সম্মুখ সমরে দাঁড়িয়েছেন বিজেপির তরফে কলকাতা হাইকোর্টের দুঁদে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আর তারইRead More →

