নিজের প্রথম বিশ্বকাপেই রুপো আদ্রিয়ানের, জয়দীপ-পুত্রের হাত ধরে প্রথম পদক এল ভারতে
2025-05-21
নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছেন আদ্রিয়ান কর্মকার। প্রথম দিনই নজর কাড়লেন তিনি। রুপো জিতলেন আদ্রিয়ান। বাঙালি অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের পুত্রের হাত ধরে প্রথম পদক এল ভারতে। শুধু পদক জেতা নয়, জুনিয়র জাতীয় রেকর্ডও গড়েছেন আদ্রিয়ান। মঙ্গলবার জার্মানিতে জুনিয়র শুটিং বিশ্বকাপে ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে নেমেছিলেন আদ্রিয়ান। ৬০টি শটের পরেRead More →