ধর্ম, ভাষা ও ভূখণ্ডের প্রেক্ষাপটে আজকের বাঙ্গালি
2019-09-06
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, আচার্য দীনেশচন্দ্র সেন, ডঃ মহম্মদ শহীদুল্লাহ, আচার্য সুনিতীকুমার চট্টোপাধ্যায়, আচার্য সুকুমার সেন, আনিসুজ্জামান, আহমেদ রফিক প্রমুখরা দেখিয়েছেন যে বাংলাভাষার বয়স হাজার বছরের সমতুল্য। ইতিহাসের পাঠ্যসূচিতে বাঙ্গালিত্বের পরিচয় দেবার সময় পালবংশের কথাই বলা হয়। এটিই যথার্থ পদক্ষেপ। কিন্তু দুর্ভাগ্য যে পালবংশের রাজাদের নামে কোনো রাস্তা বা স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গেRead More →