প্রয়াত বিখ্যাত ভজন সংগীতশিল্পী নরেন্দ্র চঞ্চল  ।শুক্রবার সকালে দিল্লির অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর । গত কয়েক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যু নিয়ে বিনোদন জগতে শোকের ছায়া ।  এদিন গায়ক দালের মেহেন্দি সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র চঞ্চলের মৃত্যুতে শোক জানিয়েছেন। দালের মেহেন্দি টুইট করেছেন, “সর্বাধিক প্রিয় এবং আইকনিক নরেন্দ্র চঞ্চলজি-র মৃত্যুর সংবাদ শুনে খুব খারাপ লাগছে।”  তিনি তাঁর আত্মার শান্তি কামনা করে তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিজের গায়কীর জন্য নরেন্দ্র চঞ্চল শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা তৈরি করেছিলেন। নবরাত্রিতে তাঁর দ্বারা গাওয়া ভজনগুলি প্রায়শই শোনা যায় এবং খুব ভালোবাসা এবং পছন্দের সাথে সর্বত্রই গাওয়া হয়। নরেন্দ্র চঞ্চল শুধু ভজনই নয়, অনেক সিনেমাতেও গানও গেয়েছেন তিনি। তবে তাঁর গাওয়া ভজনগুলিই শ্রোতাদের কাছে বেশি পছন্দ হয়েছিল এবং তিনি নবরাত্রের কণ্ঠ হিসাবে পরিচিত হয়েছিলেন। নরেন্দ্র চঞ্চল ১৯ ৭৩ সালে ‘ববি’ চলচ্চিত্রের ‘বেশক মন্দির মসজিদ তোড়ো ‘ গানের মাধ্যমে চলচ্চিত্র জগতে গান গাওয়ার সূচনা করেছিলেন। গানটি শ্রোতাদের বেশ প্রশংসিত হয়েছিল। এর পরে, তিনি অনেক সুপার হিট গান গেয়েছিলেন । তিনি, বেনাম, রোটি কাপড়া অর মকান,  আশা, অবতার সহ বহু চলচ্চিত্রে একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন । যা এখনও ভক্তদের কণ্ঠে শোনা যায় । এহেন নরেন্দ্র চঞ্চলের মৃত্যু শিল্প ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। Read More →