নজরে সেই ‘শেষ ১৫ মিনিট’, বুধ সন্ধ্যায় চাঁদ ছোঁয়ার অপেক্ষায় ইসরো, আশায় বুক বাঁধছে দেশ
2023-08-23
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। চাঁদের মাটি স্পর্শ করতে চলেছেচন্দ্রযান ৩। ভারতীয় সময় অনুযায়ী বুধবার (আজ) সন্ধ্যায় ঘড়ির কাঁটা ৬টা ৪মিনিটের ঘরে কখন পৌঁছবে সেই অপেক্ষায় রয়েছে গোটাদেশ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে,চাঁদের দক্ষিণ মেরুতে সফ্টল্যান্ডিং করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। তার সঙ্গে চাঁদের মাটিতে পৌঁছবে রোভার প্রজ্ঞানও। চাঁদের বুকেRead More →