দেশ ভাগের পর ১৯৪৮ সালে অমর পালকে কলকাতায় চলে আসতে হয়
2021-04-20
লোকসঙ্গীতে দুই বাংলাতেই জনপ্রিয় ছিলেন অমর পাল। সত্যজিৎ রায়ের “হীরক রাজার দেশে” ছবিতে ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়… ‘ গানটি আজও চিরস্মরণীয় করে রেখেছে শিল্পীকে। অবিভক্ত বাংলার ব্রাহ্মণবেড়িয়ায় লোকশিল্পী অমর পালের জন্ম হয়। অল্পবয়সে বাবাকে হারালেও মায়ের কাছেই তাঁর সঙ্গীতের হাতেখড়ি। পরে সঙ্গীতগুরু আয়াত আলি খানের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা নেন।Read More →