২০১৩ সালের ৩১ অক্টোবর, নিউ দিল্লি-কেরালা ট্রেনে, হরি সিংয়ের উপর কয়েকজন আরপিএফ ও কিছু টিটি চড়াও হয়েছিলেন। তাঁকে বেধড়ক মারধর করে স্টেশনে ফেলে দেওয়া হয়েছিল। এরপর চেন্নাইয়ের এক হাসপাতালে তিনি মারা গিয়েছিলেন চোটের কারণে। চিতোরের মানুষ বিশ্বাস করেন যে আজও এই স্টেশনে সিআরপিএফ কনস্টেবল হরি সিংয়ের আত্মা রেলস্টেশনে ঘুরে বেড়ায়Read More →