সময়টা ১৬৬৪ , দশনামী বৃদ্ধগুরু গঙ্গার ঘাটে ধ্যানমগ্ন। সূর্য্য তখন অস্তগামী, গঙ্গার জল সেই অস্তরাগে গৈরিক।হঠাৎ গুরুর ধ্যানপ্রসন্ন শ্বেতশুভ্র জটাজুটশ্মশ্রু সমন্বিতমুখের পেশীতে দেখা দিল কম্পন। গুরু দত্তাত্রেয় আজ স্বয়ং এসেছেন তাঁর ধ্যানে, অবগত‌ করাচ্ছেন আসন্ন বিপদ। হঠাৎ চোখ খুলে‌ গেল দশনামী গুরুর। নিজের অজ্ঞাতেই ধ্যানাসন থেকে উঠে দাঁড়ালেন। অকস্মাৎ কোলেRead More →