দিব্যাঙ্গরা বিশেষ ভাবে সক্ষম, তাই জন্মান্ধ পদকর্তা সন্ত সুরদাসের জন্মদিন পালন করলো ‘সক্ষম’।
2021-05-20
মিলন খামারিয়ার প্রতিবেদন, কলকাতা, ১৯ শে মে, ২০২১। দিব্যাঙ্গের অধিকারী মানুষ যে আত্মশক্তিতে আর ভগবতসাধনায় উজ্জীবিত হয়ে অসাধ্য সাধন করতে পারেন, তা সন্ত সুরদাস (১৪৭৮-১৫৮৩) নিজের জীবনচর্যা ও মানসচর্চায় প্রমাণ করে গেছেন। জন্মান্ধ এই পদাবলী রচয়িতা ও সঙ্গীতজ্ঞ ১০৫ বছর বেঁচে ছিলেন। তিনি মধ্যযুগীয় ভক্তিবাদী আন্দোলনের এক অগ্রগণ্য ব্যক্তিত্ব; তিনিRead More →