দার্জিলিংমুখী রাজ্যপাল ধনকর, পথে মালদহে বৈঠক
2020-10-31
গোটা নভেম্বর মাসই দার্জিলিংয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার সকালে রেলপথে উত্তরবঙ্গ রওনা দেন তিনি। পথে, মালদহে বৈঠক করেন দুই বিজেপি নেতার সঙ্গে। কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল, তা নিয়ে চলছে জোর জল্পনা। যদিও এই প্রতিবেদককে তিনি ব্যক্তিগত উত্তরে বলেন, “অবকাশের কোনও ব্যাপার নেই। কাজ, কাজ, কেবলইRead More →