ছড়িয়ে পড়া ছবি নতুন রামলালা মূর্তির নয়! দাবি প্রধান পুরোহিতের, তবু সংশয় রামমন্দির চত্বরে
2024-01-20
রামমন্দির উদ্বোধনের পরেই রামলালার নতুন মূর্তির ছবি প্রকাশ্যে আসবে। এখন যে ছবি সর্বত্র ছড়িয়ে পড়েছে তা আদৌ ওই মূর্তির নয়। শনিবার এমনটাই জানিয়ে দিলেন রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানান, ‘প্রাণপ্রতিষ্ঠা’র ঠিক আগেই মূর্তির আবরণ উন্মোচন হবে। এখন হলুদ কাপড়ে মূর্তির মুখ ঢেকে রাখা রয়েছে।Read More →