করোনা বধে আশার আলো, দক্ষিণ দিনাজপুরে প্রথম পর্যায়ে ১৮ হাজার জনকে দেওয়া হবে ভ্যাকসিন
দক্ষিণ দিনাজপুরে প্রথম পর্যায়ে আঠারো হাজার জনকে দেওয়া হবে করোনার ভ্যাকসিন। আগামী শনিবার জেলার বেশ কয়েকটি পয়েন্টে হবে ভ্যাকসিন দেওয়ার মহড়া(ড্রাই-রান)। ভ্যাক্সিন সংরক্ষণ ও প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। বালুরঘাটে জেলা স্বাস্থ্য ভবনে অবস্থিত ডিস্ট্রিক্ট ভ্যাকসিন স্টোরেই কোভিড ভ্যাকসিন ওয়াক-ইন-কুলার নামক ইউনিটে মজুদ করা হবে। ডিস্ট্রিক্ট স্টোর সেন্টারRead More →