তুরস্কে কবরস্থানের কাছে মিলল মন্দিরের হদিশ, স্তম্ভিত অনুসন্ধানকারীরা
2023-01-04
প্রত্নতাত্ত্বিকরা তুরস্কের একটি পুরনো দুর্গ খনন করছিলেন। সেই খননকার্য চলাকালীন পাওয়া গেল কয়েকশো বছরের পুরনো মন্দিরের সন্ধান। প্রত্নতাত্ত্বিকদের অনুমান, উক্ত মন্দিরটি সম্ভবত রাজা মিনুয়ার সঙ্গে জড়িত। খননকার্য এখনও বন্ধ হয়নি বলে জানা গেছে। দুর্গের খননকার্য এখনও তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের অধীনে চলছে বলে খবর। ঘটনাটি ঘটেছে পূর্ব তুরস্কের ভ্যানRead More →